উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2021 ।। HS GEOGRAPHY SUGGESTION 2021 PDF FILE DOWNLOAD


উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2021 ।। HS GEOGRAPHY SUGGESTION 2021 PDF FILE DOWNLOAD


WBCHSE GEOGRAPHY SUGGESTION 2020 MISSION GEOGRAPHY
WBCHSE GEOGRAPHY SUGGESTION 2020 MISSION GEOGRAPHY


বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ :-----


(1).পর্যায়ণ কাকে বলে ? এর মাধ্যম গুলি কি কি ?
(2).পার্থক্য লেখ __(a)আরোহণ ও অবরোহন (b)অন্তর্জাত  ও বহির্জাত প্রক্রিয়া 

ভৌমজল ও কাস্ট অঞ্চল :---------


(1).ভৌমজলের নিয়ন্ত্রক সমূহ ব্যাখ্যা করো ।
(2).উৎপত্তি ও অবস্থান অনুসারে ভৌমজলের প্রকারভেদ গুলি আলোচনা করো ।
(3).কাস্ট অঞ্চল অনূর্বর কেন ?
(4)আর্টেজিয় কূপের উৎপত্তি লেখ ?
(5).অ্যাকুইফার ও প্রস্রবনের শ্রেণীবিভাগ করো ।
(6). পার্থক্য লেখ __(a)অ্যাকুইফার ও অ্যাকুইক্লূড (b)স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট 


উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2021 ।। HS GEOGRAPHY SUGGESTION 2021 PDF FILE DOWNLOAD


সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ:-----


(1).সমুদ্রতরঙ্গের ক্ষয় ও সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও ।
(2).প্রবাল প্রাচীর গঠনের শর্ত ও শ্রেণীবিভাগ আলোচনা করো ।
(3).উপকূলের শ্রেণীবিভাগ করো ।
(4).পার্থক্য লেখ ___(a)গঠনকারী ও বিনাশ কারী তরঙ্গ (b)সম্মুখ ও পশ্চাৎ তটভূমি (c)স্ট্যাক ও স্ট্যাম্প (d)রিয়া ও ফিয়র্ড উপকূল ।

ক্ষয়চক্র :-------


(1).ডেভিসের ক্ষয়চক্র মতবাদ আলোচনা করো ।
(2). পুনযৌবন লাভের কারণ গুলি লেখ ।
(3).ক্ষয়চক্রের ব্যাঘাত বা বাধা কি ?
(4).পার্থক্য লেখ __(a)পেনীপ্লেন ও পেডিপ্লেন (b)সোনাডনক ও ইনসেলবার্জ
(c)স্বাভাবিক ক্ষয়চক্র ও মরু ক্ষয়চক্র ।

আরও পড়ুনঃ- ভূগোলের সংজ্ঞা দিন । সময়ের সাথে ভূগোলের সংজ্ঞার পরিবর্তন আলোচনা করুন । Mission Geography


জল নির্গম প্রণালী :---------


(1).ভূতাত্ত্বিক গঠন কি ভাবে জল নির্গম প্রণালীকে প্রভাবিত করে ?
(2).পার্থক্য লেখ :____(a)কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখ  জল নির্গম প্রণালী (b)বৃক্ষরুপি ও জাফরীরুপি জল নির্গম প্রণালী (c)জাফরীরুপি ও আয়তাকার (d)পূর্ববর্তী ও অধ্যারোপিত নদী ।
(3).গ্রীনহাউস এফেক্ট /গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব আলোচনা করো ।
(4).গ্রীনহাউস এফেক্ট নিয়ন্ত্রনের উপায় বা গ্রীনহাউস গ্যাস কমানোর উপায় লেখ।
(5).জলবায়ু পরিবর্তনের তিনটি প্রমাণ বর্ণনা করো ।


উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2021 ।। HS GEOGRAPHY SUGGESTION 2021 PDF FILE DOWNLOAD


জীববৈচিত্র্য :-------


(1).জীববৈচিত্র্য বিনাশের বা হ্রাসের কারণ সমূহ লেখ ।
(2).জীববৈচিত্র্য বিনাশে মানুষের ভূমিকা কত খানি 
(3).জিনগত প্রজাতিগত ও বাস্তূতান্ত্রিক বৈচিত্র্য কাকে বলে ?
(4).জীববৈচিত্র্য এর গুরুত্ব লেখ ।
(5).জীববৈচিত্র্য সংরক্ষনের গুরুত্ব লেখ ।
(6).ইনসিটু ও এক্সসিটু সংরক্ষনের পার্থক্য লেখ ।


আরও পড়ুনঃ- LIST OF BIOSPHERE RESERVES IN INDIA


মানুষ -পরিবেশ মিথস্ক্রিয়া :-----------


(1).প্রাকৃতিক বিপর্যয় ও মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের পার্থক্য লেখ ।
(2)বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায় গুলো আলোচনা করো ।


উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2021 ।। HS GEOGRAPHY SUGGESTION 2021 PDF FILE DOWNLOAD


মৃত্তিকা :--------


(1).মৃত্তিকা পরিলেখের সংক্ষিপ্ত বিবরণ দাও ।
(2).মৃত্তিকা সৃষ্টিতে আবহবিকারের ভূমিকা লেখ ।
(3).মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি সমূহের বর্ণনা দাও ।
(4).মৃত্তিকা অবনমনের কারণ ও সংরক্ষনের উপায় সমূহ বর্ণনা করো ।
(5).এরিডিসল , ভাটিসল ,মলিসল ,হিস্টোসল ,অস্কিসল ,এন্টিসল ও অ্যান্ডিসল   এর  দুটি করে বৈশিষ্ট্য লেখ ।
(6) পার্থক্য লেখ __(a)এলুডিযয়েশন ও ইলুডিয়েশন (b)পেডোক্যাল ও পেডালকার মাটি (c)আঞ্চলিক ,অনাঞ্চলিক ও আন্ত:আঞ্চলিক মাটি ।

আরও পড়ুনঃ-  বর্হিজাত প্রক্রিয়া অ তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ


বায়ুমণ্ডলীয় গোলযোগ :-------


(1).প্রতীপ ঘূর্ণাবাতে শান্ত আবহাওয়া থাকে কেন ?
(2).ওয়াকার সার্কুলেশনের বর্ণনা দাও ?
(3).জেটবায়ুর বৈশিষ্ট্য এবং মৌসুমী বায়ুর সাথে সম্পর্ক লেখ ?
(4).ত্রীকোনীয় মডেলের সংক্ষিপ্ত বিবরণ দাও ।
(5).মৌসুমী বায়ুর উপর এলনিনোর প্রভাব আলোচনা করো ।
(6).পার্থক্য লেখ ___(a)ঘূর্নোবাত ও প্রতীপ ঘূর্নোবাত (b)উষ্ণ ও শীতল সীমান্ত
(c)এলনিনো ও লা-নিনা (d)ক্রান্তিয় ও নাতিশীতোষ্ণ ঘূর্নোবাত ।


উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2021 ।। HS GEOGRAPHY SUGGESTION 2021 PDF FILE DOWNLOAD


জলবায়ুর শ্রেণীবিভাগ :------


(1).কোপেনকৃত জলবায়ুর শ্রেণীবিভাগটি উল্লেখ করো ।
(2).জলবায়ু অঞ্চলের সংঙ্গা ও বৈশিষ্ট্য লেখ ।
(3).নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখ ।
(4).মৌসুমী ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখ ।
(5).ভূমধ্যসাগরীয় জলবায়ুতে শীতকাল আদ্র ও গ্রীষ্মকাল শুষ্ক হয় কেন ?

জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ :-------


(1).স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো ।
(2).হাইড্রোফাইট উদ্ভিদের শ্রেণীবিভাগ করো ।
(3).হাইড্রোফাইট ও হ্যালোফাইটের অভিযোজনগত বৈশিষ্ট্য গুলি লেখ ।
(4).আলোকপ্রেমী ও আলোকবিদ্বেষী উদ্ভিদের পার্থক্য লেখ ।


উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2021 ।। HS GEOGRAPHY SUGGESTION 2021 PDF FILE DOWNLOAD


জলবায়ুর পরিবর্তন :-------


(1).জলবায়ু পরিবর্তনের প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণ সমূহ আলোচনা করো ।
(2).ওজোনস্তর হ্রাসের কারণ ও প্রভাব সমূহ আলোচনা করো ।


উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশনের PDF FILE টি ডাউনলোড করতে লিঙ্কে ক্লিক করুন -
HS GEOGRAPHY SUGGESTION 20201PDF FILE DOWNLOAD 

উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষায় সফল হওয়ার টিপস এখানে ক্লিক করুন


উচ্চ মাধ্যমিক প্রাকৃতিক ভূগোলের সাজেশন
HS Annual Examination 2021 , WBCHSE


Post a Comment

0 Comments