নদীর বহন কাজ/Fluvial Transportation – মাধ্যমিক ভূগোল সাজেসান ২০১৯ (প্রথম অধ্যায় ) pdf file download

নদীর বহন কাজ/Fluvial Transportation – মাধ্যমিক ভূগোল সাজেসান ২০১৯ (প্রথম অধ্যায় ) pdf file download

নদীর বহন কাজ/Fluvial Transportation – মাধ্যমিক ভূগোল সাজেসান ২০১৯ (প্রথম অধ্যায় ) pdf file download

প্রঃ- নদী কি বহন করে ?
উঃ- নদীর ক্ষয়কাজের ফলে ক্ষয়প্রাপ্ত নুড়ি , কাঁকর , বালি , পলি , কাদা প্রভৃতি নদী তার জলপ্রবাহের দ্বারা নিচের দিকে বহন করে । এইসমস্ত বস্তুকে একত্রে নদীর বোঝা বলা হয় ।

প্রঃ- নদীর বহন ক্ষমতা কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয় ?
উঃ- নদীর বহন ক্ষমতা তিনটি বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হয় , যেমন –
১. নদীপথের ঢাল
২. নদীর জলপ্রবাহের পরিমান
৩. নদীর বোঝার পরিমান ও আকৃতি




প্রঃ- নদীর বহন প্রক্রিয়া বর্ননা কর ?
উঃ- নদী প্রধানত চারটি প্রক্রিয়ার মাধ্যমে তার বোঝা বহন করে । এগুলি হল –
১. টানের মাধ্যমে বহন ( Traction ) :- নদীগর্ভে পরে থাকা নানান আকারের ভারি পাথর খণ্ড স্রোতের টানে নদীর তলদেশ দিয়ে বোঝা হিসাবে গড়িয়ে গড়িয়ে অন্যত্র বাহিত হয়  । এই প্রক্রিয়ায় পরিবাহিত বস্তুর পরিমান সর্বাধিক ।
২.লাফিয়ে লাফিয়ে বহন ( Saltation ) : - নদীর স্রোতের টানে কিছু কিছু শিলাখণ্ড নদীখাতে বারবার ধাক্কা খেয়ে  লাফিয়ে লাফিয়ে এগিয়ে চলে ।
৩. ভাসমান অবস্থায় বহনঃ- অনেক সময় ছোট আকারের ও কম ওজনের পাথর , বালি বা কাদার কনা , যা দ্রবীভূত হয় না , নদীস্রোতে বাহিত হয়ে এক স্থান থেকে অন্যত্র ভেসে চলে এবং নদী এগুলিকে ভাসমান অবস্থায় বহন করে থাকে ।
৪. দ্রবণের মাধ্যমে বহনঃ- নদী তার গতিপথে অনেক সময় কোন কোন কোমল পাথরখণ্ডকে দ্রবীভূত করে নদীস্রোতের সঙ্গে বহন করে থাকে । লবন , জিপসাম , চুনাপাথর  প্রভৃতি নদীর জলে দ্রবীভূত হয়ে  বাহিত হয় ।


  


Post a Comment

0 Comments