ভুমিরূপ সৃষ্টিকারী প্রক্রিয়াসমূহ-- বহির্জাত প্রক্রিয়াসমূহ এবং সংশ্লিষ্ট ভূমিরূপ / উচ্চমাধ্যমিক ভূগোল

ভুমিরূপ সৃষ্টিকারী প্রক্রিয়াসমূহ-- বহির্জাত প্রক্রিয়াসমূহ এবং সংশ্লিষ্ট ভূমিরূপ / উচ্চমাধ্যমিক ভূগোল






বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর


1. পৃথিবীর বহিরঙ্গের পরিবর্তন ঘটায় যে প্রাকৃতিক প্রক্রিয়া তা হল 
a. ভূতাত্ত্বিক প্রক্রিয়া
b. ভুমিরূপ প্রক্রিয়া 
c. বায়ুপ্রবাহ সংশ্লিষ্ট প্রক্রিয়া 
d. মানব প্রক্রিয়া

Ans. b. ভুমিরূপ প্রক্রিয়া 


2. ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াসমূহকে কয়টি ভাগে ভাগ করা যায়?
a. দুইটি 
b. চারটি 
c. তিনটি 
d. পাঁচটি 

Ans.c. তিনটি 


3. নিচের কোনটি একটি বহিরজাত প্রক্রিয়ার উদাহরন?
a. অগ্ন্যুৎপাত 
b. গিরিজনি আলোড়ন
c. ভুমিকম্প 
d. ক্ষয়ীভবন 

Ans.d. ক্ষয়ীভবন 


4. ভূমিরূপ গঠনকারী পার্থিব প্রক্রিয়ার সংখ্যা হল
a. দুই 
b. চার 
c. ছয় 
d. আট 

Ans.a. দুই 


5. অন্তর্জাত প্রক্রিয়া যে প্রাকৃতিক প্রক্রিয়ার অঙ্গ তা হল
a. ভূমিরূপ প্রক্রিয়া  
b. পার্থিব প্রক্রিয়া 
c. বায়ুমণ্ডলীয় প্রক্রিয়া 
d. মহাজাগতিক প্রক্রিয়া 

Ans.b. পার্থিব প্রক্রিয়া 


6. পর্যায়ণ প্রক্রিয়া যে প্রাকৃতিক প্রক্রিয়ার অঙ্গ 
a. বহির্জাত প্রক্রিয়া
b. মহাজাগতিক প্রক্রিয়া 
c. বায়ুমণ্ডলীয় প্রক্রিয়া 
d. মৃত্তিকা সংশ্লিষ্ট প্রক্রিয়া

Ans.a. বহির্জাত প্রক্রিয়া


7. যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো স্থানের শিলাসমূহ চুর্নবিচুর্ন হয়ে সেই স্থানেই পড়ে থাকে তাকে বলে 
a. ক্ষয়ীভবন 
b. পুঞ্জক্ষয় 
c. আবহবিকার 
d. পর্যায়ন 

Ans.c. আবহবিকার 


8. যে প্রক্রিয়ায় উপজাত দ্রব্য পরিবহণের মাধ্যমে স্থান পরিবর্তন করে না তাকে বলে 
a. পর্যায়ন 
b. স্তূপীকরন 
c. ক্ষয়সাধন 
d. আবহবিকার 

Ans.d. আবহবিকার 


9. নিচের কোনটি পর্যায়ন প্রক্রিয়া নয়?
a. ভু-আলোড়ন 
b. ক্ষয়ীভবন 
c. নগ্নীভবন 
d. আবহবিকার

Ans.a. ভু-আলোড়ন 


10. বহির্জাত প্রক্রিয়ার  গতিপ্রকৃতি হল
a. ধীর 
b. মাঝারি 
c. অত্যন্ত ধীর 
d. দ্রুতগতি

Ans.c. অত্যন্ত ধীর


11. নিচের কোনটি ভূমিরূপের ভাস্কর্য গঠনকারী মাধ্যম নয়?
a. জলপ্রবাহ 
b. বায়ুপ্রবাহ
c. হিমবাহ 
d. ভূমিকম্প 

Ans.d. ভূমিকম্প 


12. গ্রেড (Grade) কথাটি প্রথম কে ব্যবহার করেন ?
a. গিলবার্ট 
b. ডেভিস 
c. পেঙ্ক 
d. জে.এইচ.ম্যকিন 

Ans.a. গিলবার্ট 


13. নিচের কোনটি আবহবিকারের সঙ্গে যুক্ত নয়?
a. উষ্ণতার তারতম্য 
b. আদ্রতা ও শুষ্কতা 
c. জলপ্রবাহ 
d. চাপের হ্রাস 

Ans.c. জলপ্রবাহ 


14. আবহবিকার, ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয় একত্রে কী নামে পরিচিত?
a. ক্ষুদ্রকনা বিশরন 
b. নগ্নীভবন 
c. শল্কমোচন
d. আরোহন

Ans.b. নগ্নীভবন 


15. আরোহণ পদ্ধতির (Aggradation process) ফলে ভূমিঢালের কী পরিবর্তন হয় ?
a. হ্রাস পায়  
b. বৃধি পায় 
c. একই থাকে 
d. এর কোনটিই নয়

Ans.a. হ্রাস পায়  


16. যে বহির্জাত প্রক্রিয়া দ্বারা ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে 
a. অবরোহণ 
b. আরোহণ 
c. পুঞ্জিত ক্ষয় 
d. ক্ষয়ীভবন 

 Ans.b. আরোহণ 


17. অভ্যন্তরীণ শক্তির উৎস হল 
a. ম্যাগমার চলন  
b. অভিকর্ষের পার্থক্য 
c. ক্ষুব্ধমণ্ডলের উষ্ণতার পরিবাহিতা 
d. পরিচলন স্রোত 

Ans.c. ক্ষুব্ধমণ্ডলের উষ্ণতার পরিবাহিতা 


18. নিম্নলিখিত কোনটি প্রথম ক্রম (First order) ভূমিরূপের উদাহরন ?
a. চ্যুতি 
b. ভাঁজ 
c. গ্রাবেন 
d. প্রবর্ত 

Ans.d. প্রবর্ত 


19. কার্বনেশনের ফলে কোন মৃত্তিকা সৃষ্টি হয় ?
a. লালমাটি 
b. চারনোজেম 
c. পডজল 
d. ল্যাটেরাইট 

Ans.b. চারনোজেম 


20. পৃথিবীতে যেসব ভূগঠনকারী প্রক্রিয়া ঘটে থাকে, তাদের কী বলে ?
a. অন্তর্জাত প্রক্রিয়া 
b. বহির্জাত প্রক্রিয়া 
c. মহাজাগতিক প্রক্রিয়া 
d. পার্থিব প্রক্রিয়া 

Ans.d. পার্থিব প্রক্রিয়া 


21. অবরোহণ (Degradation) এর মাত্রা নদীর শক্তি ছাড়া আর কোন বিষয়ের উপর নির্ভরশীল ?
a. পাত সঞ্চালন 
b. ভর সঞ্চালনের পরিমান 
c. পরিচলন স্রোত 
d. অগ্ন্যুৎপাত 

 Ans.b. ভর সঞ্চালনের পরিমান 


22. অর্ধতরল পদার্থের ভৌত ও রাসায়নিক গুণের পরিবর্তনে ভূ-অভ্যন্তরস্থ কোন কারণটি দায়ী ?
a. তাপ 
b. লবণাক্ততা 
c. ঘনত্ব 
d. শীতলতা 

Ans.a. তাপ 


23. বহির্জাত প্রক্রিয়ায় প্রয়োজনীয় শক্তির উৎস কোনটি ?
a. চাপ
b. বায়ুমণ্ডল 
c. তাপ 
d. লবনাক্ততা 

Ans.b. বায়ুমণ্ডল 


24. উৎপত্তি অনুসারে ভূমিরূপকে বিজ্ঞানী A.N Strahler ভাগ করেছেন 
a. 4টি ভাগে 
b. 6টি ভাগে 
c. 7টি ভাগে 
d. 8টি ভাগে 

Ans.c. 7টি ভাগে 


25. উৎপত্তি ও বিবর্তনের পর্যায় অনুসারে আদি থেকে পরিণত সূচক পর্যন্ত সমগ্র ভূমিরূপকে ব্যাপ্তির ভিত্তিতে কতগুলি দৈশিক ক্রমে ভাগ করা যায় ?
a. 4টি ভাগে 
b. 6টি ভাগে 
c. 8টি ভাগে 
d. 10টি ভাগে 

Ans.d. 10টি ভাগে 



26. ভূত্বকের পরিবর্তনে অন্তর্জাত শক্তি কাজ করে 
a. ধীরভাবে 
b. আকস্মিকভাবে 
c. ধীর ও আকস্মিকভাবে 
d. ভূ-অভ্যন্তর থেকে ধাক্কা মেরে 

Ans.c. ধীর ও আকস্মিকভাবে 


27. অন্তর্জাত (Endogenous) শক্তির প্রধান বা মুখ্য উৎস হল
a. পাত সঞ্চালন  
b. জোয়ারভাটা 
c. লাভার উদ্‌গিরণ
d. তেজস্ক্রিয় পদার্থের ভাঙন থেকে উৎপন্ন তাপ 

Ans.d. তেজস্ক্রিয় পদার্থের ভাঙন থেকে উৎপন্ন তাপ 


28. কোন বহিস্থ প্রক্রিয়াটি ভূপৃষ্ঠে নানারকম ভূদৃশ্য তৈরি করতে সক্রিয় অংশ নেয় ?
a. নদীপ্রবাহ 
b. ভূমিকম্প 
c. অগ্ন্যুৎপাত 
d. তুষারপাত 

 Ans.a. নদীপ্রবাহ 


29. কোমল শিলাস্তরে সংনমন বল কোন্‌ আলোড়নজনিত কারনে কার্যকরি হয় ? 
a. মহিভাবক আলোড়ন 
b. গিরিজনি আলোড়ন 
c. সমস্থিতিক আলোড়ন 
d. আকস্মিক ভূ-আলোড়ন 

Ans.b. গিরিজনি আলোড়ন 


30. ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত যে আলোড়নের সৃষ্ট ফল তা হল 
a. মহিভাবক ভূ-আলোড়ন 
b. গিরিজনি ভূ-আলোড়ন 
c. আকস্মিক ভূ-আলোড়ন 
d. সমস্থিতিক ভূ-আলোড়ন 

Ans.c. আকস্মিক ভূ-আলোড়ন 


31. মহাদেশের সৃষ্টি হয় যে ভূ-আলোড়নের প্রভাবে তা হল 
a. মহিভাবক আলোড়ন 
b. ইউস্ট্যাটিক সঞ্চালন 
c. গিরিজনি আলোড়ন 
d. আইসোস্ট্যাটিক সঞ্চালন

Ans.a. মহিভাবক আলোড়ন 


32. ভূমিরূপ (Geomorphic structure) গঠনে কোন্‌ প্রক্রিয়া মুখ্য বা প্রধান ভূমিকা পালন করে ? 
a. পার্থিব প্রক্রিয়া 
b. অপ্রাকৃতিক প্রক্রিয়া  
c. মহাজাগতিক প্রক্রিয়া 
d. বায়োজেনিক প্রক্রিয়া 

Ans.a. পার্থিব প্রক্রিয়া 


33. যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থের সঞ্চয় ও পুঞ্জীভবন হয় তা হল
a. অবরোহণ 
b. আরোহণ 
c. ধস 
d. আবহবিকার

Ans.b. আরোহণ 


34. ভূমিভাগের সমস্ত বন্ধুরতা অপসারণ করে কোনো অঞ্চলকে সমতলপৃষ্টে পরিণত করাই হল
a. স্তরায়ন 
b. নগ্নীভবন 
c. ক্রমায়ণ 
d. আরোহণ 

Ans.c. ক্রমায়ণ 


35.নিচের কোন ভূমিরূপ অন্তর্জাত প্রক্রিয়ার (Endog enous process) ফলাফল নয় ?
a. চ্যুতি 
b. স্তূপ পর্বত 
c. ভঙ্গিল পর্বত 
d. মিয়েন্ডার 

Ans.d. মিয়েন্ডার 


36. নিম্নলিখিতগুলির মধ্যে কোন্‌ জুরিটি কার্যকরন সম্পর্কিত ? 
a.ক্ষয়জাত পর্বত ও আরোহণ  
b.গ্রস্ত উপত্যকা ও পর্যায়ণ 
c. 'V' আকৃতির উপত্যকা ও অবরোহণ 
d. স্বভাবিক বাঁধ ও ক্ষয়ীভবন 

Ans.c. 'V' আকৃতির উপত্যকা ও অবরোহণ 


37. ভূত্বকে উঁচু ও নীচু স্থানের মধ্যে উচ্চতাজনিত ভারসাম্য লাভের অবস্থাকে বলা হয় 
a. সদমস্থিতি 
b. পর্যায়ন 
c. অবরোহণ 
d. আরোহণ 

Ans.a. সদমস্থিতি 


38. পুঞ্জিত ক্ষয়ের (Mass wasting) শিলাচূর্ণ 
অপসারনে মুখ্য ভূমিকা গ্রহন করে 
a. জলপ্রবাহ 
b. মাধ্যাকর্ষণ শক্তি 
c. বায়ুপ্রবাহ 
d. প্রবহমান তুষার 

Ans.b. মাধ্যাকর্ষণ শক্তি 


39. ভারতের কোন নদী খুবই আরোহণ প্রবন (Aggradation) বা সঞ্চয়প্রবন ?
a. গঙ্গা 
b. সিন্ধু 
c. ব্রহ্মপুত্র 
d. নর্দমা

Ans.a. গঙ্গা 


40. নদীর নিম্নপ্রবাহে সৃষ্ট আরোহণের উল্লেখযোগ্য নিদর্শন নয় কোনটি ? 
a. বদ্বীপ 
b. সমভূমি ও মোনাডনক
c. বালুচর 
d. প্লাবনভূমি 

Ans.b. সমভূমি ও মোনাডনক


41. ভূবিজ্ঞানী চেম্বারলিন ও স্যালিসবারী(1904 খ্রিস্টাবে) বহির্জাত প্রক্রিয়াগুলিকে কী বলেছেন ?
a. পর্জায়ন 
b. ক্ষয়ীভবন 
c. নগ্নীভবন 
d. আরোহণ 

Ans.a. পর্জায়ন 


42. জীবজগতের দ্বারা যে প্রক্রিয়ায় ভূমিরূপের পরিবর্তনের  ঘটে তাকে বলে 
a. ডিগ্রেডেশন প্রসেস 
b. অ্যাগ্রেডেশন 
c. বায়োলগজিক্যাল প্রসেস 
d. ডেনুডেশনাল প্রসেস 

Ans.c. বায়োলগজিক্যাল প্রসেস 


43. ভূগোলে পর্জায়ন বলতে বোঝায় ক্ষয়কাজের মাধ্যমে উচ্চভূমি এবং সঞ্চয়কাজের মাধ্যমে নিম্নভূমির 
a. নগ্নীভবন 
b. ক্ষয়ীভবন 
c. ক্রমায়ন 
d. সমতলীকরন 

Ans.d. সমতলীকরন 


44. বহির্জাত শক্তির প্রভাবে পলি, বালি, কাঁকর প্রভৃতির মাধ্যমে স্থলভূমির নিচু অংশগুলি বা নিম্নভূমি ভরাট হওয়ার প্রক্রিয়াকে বলে 
a. অবরোহণ 
b. স্তূপীকরণ  
c. ক্ষয়ীভবন 
d. পুঞ্জীভবন 

Ans.b. স্তূপীকরণ


45. অবরোহণ (Degradation) প্রক্রিয়ার একটি উদাহরন হল 
a. আবহবিকার 
b. অগ্ন্যুৎপাত 
c. ভূমিকম্প 
d. উল্কাপাত

Ans.a. আবহবিকার 



Post a Comment

1 Comments