ভৌমজলের কাজ ও সংশ্লিষ্ট ভূমিরুপ / উচ্চমাধ্যমিক ভূগোল

 ভৌমজলের কাজ ও সংশ্লিষ্ট ভূমিরুপ/ উচ্চমাধ্যমিক ভূগোল





বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর

1. শিলার মধ্যে যে জল সঞ্চিত থাকে, তাকে বলে 
a. জন্মগত জল
b. আবহিক জল 
c. উৎস্যন্দ জল 
d. তুষারগলা জল 

Ans- a. জন্মগত জল


2. বৃষ্টিপাত অথবা তুষারগলা জলে পুষ্ট ভূগর্ভস্থ জলকে বলে 
a. সহজাত জল 
b. উৎস্যন্দ জল
c. ভাদোস জল 
d. মিটিওরিক জল

Ans- d. মিটিওরিক জল


3. ভৌমজলের ভাণ্ডার অব্যাহত থাকে 
a. জলচক্রের মাধ্যমে  
b. সচ্ছিদ্র শিলাস্তরে অপ্রবেশ্য শিলাস্তর থাকার জন্য 
c. ভূমির ঢালের জন্য 
d. উপরোক্ত প্রতিটি কারনের জন্য 

Ans- a. জলচক্রের মাধ্যমে  


4. জলস্তরের ওপরে অবস্থিত প্রবেশ্য শিলাস্তরের মধ্যে যে জল প্রবাহিত হয়, তাকে বলে 
a. মিটিওরিক জল 
b. প্রস্রবন জল 
c. ভাদোস জল 
d. ম্যাগমাটিক জল

Ans- c. ভাদোস জল 


5. কূপ ও নলকূপের সঞ্চারিত জল্কে বলা হয় 
a. কৈশিক জল 
b. ফ্রিয়েটিক জল 
c. উৎস্যন্দ জল 
d. ভাদোস জল 

Ans- b. ফ্রিয়েটিক জল 


6. পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে নীচের  কোন প্রস্রবণ আছে ? 
a. উষ্ণ প্রস্রবণ
b. শীতল প্রস্রবণ
c. সাময়িক প্রস্রবণ
d. অবিরাম প্রস্রবণ

Ans- a. উষ্ণ প্রস্রবণ


7. ওল্ড ফেথফুল একটি 
a. উষ্ণ প্রস্রবণ
b. গিজার 
c. অবিরাম প্রস্রবণ
d. এর কোনটিই নয় 

Ans- b. গিজার 


8. ভৌমজলের প্রধান উৎস হল 
a. বৃষ্টির জল 
b. নদীর জল 
c. সমুদ্রের জল 
d. এর কোনটিই নয় 

Ans- a. বৃষ্টির জল 


9. পাললিক শিলা গঠিত হবার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়। এ ধরনের জলকে বলা হয় 
a. আবহিত জল 
b. উৎস্যন্দ জল 
c. সহজাত জল
d. মহাসাগরীয় জল 

Ans- c. সহজাত জল


10. গিজার সৃষ্টি হয় 
a. চ্যুতিযুক্ত অঞ্চলে 
b. আগ্নেয়গিরি অধ্যুষিত অঞ্চলে 
c. ভাঁজযুক্ত অঞ্চলে 
d. একনত গঠনযুক্ত অঞ্চলে 

Ans- b. আগ্নেয়গিরি অধ্যুষিত অঞ্চলে 


11. ভাদোস স্তরকে বলে  
a. সম্পৃক্ত স্তর 
b. স্থায়ী সম্পৃক্ত স্তর 
c. অসম্পৃক্ত স্তর 
d. এর কোনটিই নয় 

Ans- c. অসম্পৃক্ত স্তর 


12. যেসব প্রস্রবণ থেকে উষ্ণ জল ও বাষ্প নিয়মিতভাবে কয়েক ঘণ্টা অন্তর স্তম্ভাকারে ঊর্ধে উৎক্ষিপ্ত হয়, তাকে বলে 
a. অবিরাম প্রস্রবণ 
b. উষ্ণ প্রস্রবণ 
c. ডাইক প্রস্রবণ 
d. গিজার প্রস্রবণ 

Ans- d. গিজার প্রস্রবণ 


13. আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় কজে জল নির্গত হয়, তাকে বলে 
a. জন্মগত জল
b. উৎস্যন্দ জল 
c. মিটিওরিক জল 
d. ভাদোস জল 

Ans- b. উৎস্যন্দ জল 


14. ভূ-অভ্যন্তরে সম্পৃক্ত স্তরে যে জল থাকে, তাকে বলে 
a. নদীর জল 
b. সমুদ্রের জল 
c. ভৌমজল 
d. হ্রদের জল 

Ans- c. ভৌমজল 


15. সম্পৃক্ত স্তরে সঞ্চিত জলের ঊর্ধ্বসীমা বা শীর্ষদেশগুলি যুক্ত করলে যে রেখা পাওয়া যায়, তাকে বলে[ 
a. ভৌম জলপীঠ 
b. ভাদোস স্তর 
c. অ্যাকুইফার 
d. ফ্রিয়েটিক স্তর 

Ans- a. ভৌম জলপীঠ 


16. যেসব প্রস্রবণ কিছুদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়, তাকে বলে 
a. গিজার 
b. সবিরাম প্রস্রবণ 
c. আর্তেজিয় কূপ 
d. অবিরাম প্রস্রবণ 

Ans- b. সবিরাম প্রস্রবণ 


17. মরু অঞ্চলে ভৌমজলের পরিমান 
a. খুবই বেশি 
b. মাঝারি
c. কম 
d. এর কোনটিই নয় 

Ans- c. কম 


18. ‘ভূগর্ভে ম্যাগমা সম্পৃক্ত উৎস্যন্দ জল’ সম্পর্কে বলেন অস্ট্রেলিয়া বিজ্ঞানী 
a. ডেভিস 
b. লেবেডভ 
c. পেঙ্ক 
d. সুয়েস 

Ans- d. সুয়েস 


19. ভূ-অভ্যন্তরে অ্যাকুইফারের ভূমিকা পালন করে 
a. প্রবেশ্য শিলাস্তর 
b. আংশিক প্রবেশ্য শিলাস্তর 
c. অপ্রবেশ্য শিলাস্তর 
d. এর কোনটিই নয় 

Ans- a. প্রবেশ্য শিলাস্তর 


20. যে প্রস্রবণ থেকে সর্বদা জল নর্গত হয় তাকে বলে 
a. গিজার 
b. অবিরাম প্রস্রবণ 
c. আর্তেজিও কূপ 
d. সবিরাম প্রস্রবন 

Ans- b. অবিরাম প্রস্রবণ 


21. ভারতের একটি শিতল  প্রস্রবণের উদাহরণ হল 
a. তাতাপানি 
b. সনামূড়া 
c. সহস্রধারা 
d. লুপুঙগুট্টূর 

Ans- c. সহস্রধারা 


22. মৃত্তিকার মধ্য দিয়ে জল চুঁইয়ে চুঁইয়ে ভূ-অভ্যন্তরে প্রবেশ করার প্রক্রিয়াকে বলে 
a. সম্পৃক্তকরন  
b. অনুস্রাবণ 
c. প্রস্রবণ 
d. জলপ্রবাহ 

Ans- b. অনুস্রাবণ 


23. যে শিলাস্তর ভৌমজলে পূর্ণ থাকে, তাকে কি শিলাস্তর বলে ?
a. সম্পৃক্ত 
b. অসম্পৃক্ত 
c. অর্ধসম্পৃক্ত 
d. এর কোনটিই নয়

Ans- a. সম্পৃক্ত 


24. গিজার হল এক ধরনের  
a. ডাইক প্রস্রবণ 
b. শিতল প্রস্রবণ 
c. উষ্ণ প্রস্রবণ 
d. সমান্তরাল প্রস্রবণ

Ans- c. উষ্ণ প্রস্রবণ 


25. ভাদোস স্তরের সবচেয়ে নিচের স্তর কোনটি ?
a. কৈশিক স্তর 
b. প্রস্রবণ স্তর 
c. মৃত্তিকা জলস্তর 
d. মৃত্তিকা বায়ুস্তর 

Ans- a. কৈশিক স্তর 


26. ফনটেণ দ্য ভ্যক্লুস কোন কোন ধরনের প্রস্রবণ ?
a. সন্ধি প্রস্রবণ 
b. দ্রবন প্রস্রবণ 
c. আগ্নেয় প্রস্রবণ 
d. শিতল প্রস্রবণ 

Ans- b. দ্রবন প্রস্রবণ 


27. যে ঋতুতে ভৌমজলের ভাণ্ডার পরিপূর্ণ হয় সেটি হল 
a. শীত 
b. গ্রীষ্ম 
c. বর্ষা 
d. বসন্ত 

Ans- c. বর্ষা 


28. নিচের উদাহরণ থেকে অমিল প্রস্রবণটি নির্বাচন করো। 
a. মনিকরন 
b. সহস্রধারা 
c. কেম্পটি 
d. ওল্ড ফেথফুল 

Ans- d. ওল্ড ফেথফুল 


29. সম্পৃক্ত স্তর অথচ নলকূপে জল সহজে ওঠে না, এইরূপ স্তরকে বলে 
a. অ্যাকুইটার্ড 
b. অ্যাকুইফার 
c. অ্যাকুইফিউজ 
d. অ্যাকুইক্ল্যড 

Ans- a. অ্যাকুইটার্ড 


30. বৃষ্টিপাত ও তুষার গলা জলে পুষ্ট ভৌমজলকে বলে  
a. সহজাত জল 
b. মহাসাগরীয় জল 
c. আবহিক জল 
d. উৎস্যন্দ জল 

Ans- c. আবহিক জল 


31. ভৌমজলের ক্ষরণ কীসের মাধ্যমে ঘটে থাকে ?
a. শিলার স্তরের অংসগতি 
b. অনুস্রাবন ও প্রস্রবণ
c. উদক পরিবাহিতা 
d. উদক অবক্রম 

Ans- b. অনুস্রাবন ও প্রস্রবণ


32. মুক্ত জলবাহি স্তরের মধ্যে অবস্থিত গৌণ জলবাহি স্তরটি কি নামে পরিচিত?
a. অ্যাকুইক্ল্যড 
b. অ্যাকুইফিউজ 
c. অ্যাকুইটার্ড 
d. পার্চদ অ্যাকুইফার 

Ans- d. পার্চদ অ্যাকুইফার 


33. ভৌমজলের পরিমান বাড়ে যখন ভূভাগে 
a. বাষ্পীভবন বেশি হয় 
b. ভূমির ঢাল বেশি হয় 
c. শিলার প্রবেশ্যতা বেশি হয় 
d. নিরেট শিলার উপস্থিতি বেশি হয় 

Ans- c. শিলার প্রবেশ্যতা বেশি হয় 


34. ভৃগুতটের পাদদেশে বিশেষত চক ও চুনাপাথর যখন কাদাপাথরের ওপরে থাকে তখন এর সংযোগস্থল দিয়ে যে প্রস্রবণ নির্গত হয় তাকে বলে  
a. সংযোগ প্রস্রবণ 
b. বিদার প্রস্রবন 
c. অবিরাম প্রস্রবণ 
d. সন্ধি প্রস্রবণ 

Ans- a. সংযোগ প্রস্রবণ 


35. অ্যাকুইফারের যে অংশ ভৌমজল পীঠের ওপরে অবস্থান করে তাকে কী বলে ?
a. কৈশিক স্তর 
b. ভাদোস স্তর 
c. মাটি বায়ু স্তর 
d. সম্পৃক্ত স্তর 

Ans- b. ভাদোস স্তর 


36. মূসৌরির কেম্পটি জলপ্রপাত কোন ধরনের প্রস্রবন?
a. বিদার প্রস্রবণ 
b. সংযোগ প্রস্রবণ 
c. দ্রবন প্রস্রবণ 
d. চ্যুতি প্রস্রবণ 

Ans- c. দ্রবন প্রস্রবণ 


37. ভৌমজলের ভাণ্ডার অব্যাহত থাকে কার মাধ্যমে ?
a. জলচক্রের 
b. শিলাচক্রেরক্স
c. বায়ুচক্রের 
d. ভূরাসায়নিক 

Ans- a. জলচক্রের 


38. নিচের সঠিক জুড়িটি চিহ্নিত করো ।
a. গিজার ও সন্ধি প্রস্রবণ 
b. আর্তেজীয় ও সংযোগ প্রস্রবণ 
c. আগ্নেয় প্রস্রবণ ও দ্রবন প্রস্রবণ 
d. আর্তেজীয় ও গিজার প্রস্রবণ 

Ans- d. আর্তেজীয় ও গিজার প্রস্রবণ 


39. ভূপৃষ্ঠে পতিত বৃষ্টির জল অনুসৃত হয়ে ভৌমজলস্তর গঠন করলে তাকে বলা হয়
a. মহাসাগরীয় জল 
b. আবহিক জল 
c. ম্যগমা জল 
d. সহজাত জল 

Ans- b. আবহিক জল 


40. জলচাপ তলের সঙ্গে সক্রিয় সম্পর্ক আছে এমন একটি প্রস্রবণ হল
a. গিজার 
b. আগ্নেয় প্রস্রবণ আর্তেজীও 
c. আর্তেজীও প্রস্রবণ 
d. ভ্যক্ল্যুসিয়ান প্রস্রবন

Ans- c. আর্তেজীও প্রস্রবণ 


41. শুধুমাত্র বর্ষাকালে যে স্তর থেকে সাময়িকভাবে ভৌমজল পাওয়া যায় তা হল 
a. সবিরাম সম্পৃক্ত স্তর 
b. কৈশিক স্তর 
c. অবিরাম অসম্পৃক্ত স্তর 
d. ভাদোস স্তর 

Ans- a. সবিরাম সম্পৃক্ত স্তর 


42. নিচের কোন বক্তব্যটি কৈশিক স্তরের ক্ষেত্রে প্রযোজ্য নয় ? 
a. এটি ভৌমজল পীঠের ঠিক ওপরের অংশ 
b. এটি ভাদোস স্তরের সর্বনিম্ন অংশ 
c. এটি মাটি-বায়ুতে পূর্ন 
d. এটিতে কৈশিক প্রক্রিয়ায় মাটির কণায় জল্ আসে 

Ans- c. এটি মাটি-বায়ুতে পূর্ন 


43. অভিকর্ষজ টানের বিপরিতে জল নির্গমনকারী প্রস্রবণটি হল 
a. বিদার প্রস্রবণ 
b. আর্তেজীও প্রস্রবণ
c. ডাইক প্রস্রবণ   
d. দ্রবন প্রস্রবণ 

Ans- b. আর্তেজীও প্রস্রবণ


44. ভৌমজলের চলাচল বা পরিবহণের একটি নিয়ন্ত্রক হল 
a. অনুস্রাবন 
b. অভিকর্ষজ টান 
c. পৃস্থ প্রবাহ 
d. জলপীঠের ঢাল 

Ans- d. জলপীঠের ঢাল 


45. ভূপৃষ্ঠের কোনো অংশে ভূগর্ভের জল স্বাভাবিকভাবে বেরিয়ে এলে তাকে বলে 
a. জলধারা 
b. প্রস্রবণ 
c. ঝরনা 
d. নালা 

Ans- b. প্রস্রবণ 


46. বায়ুমণ্ডল, শিলামন্ডল, বারিমন্ডলের মধ্য দিয়ে বিভিন্ন অবস্থায় জলের যে অবিরাম স্থানান্তর ঘটে তাকে বলা হয়  
a. জলপ্রবাহ 
b. জলধারা 
c. জলস্রোত
d. জলচক্র

Ans- d. জলচক্র


47. ভাদোস স্তরের যে অংশের মাটির কনাগুলি পৃষ্ঠটানের প্রভাবে জল দ্বারা আবৃত হয়, তাকে বলে 
a. কৈশিক স্তর 
b. অসম্পৃক্ত স্তর 
c.  সম্পৃক্ত স্তর 
d. এর কোনটিই নয় 

Ans- a. কৈশিক স্তর 


48. শিলাস্তরে অ্যাকুইক্ল্যুড তৈরি হয় 
a. সছিদ্রতা কম প্রবেশতা বেশি হলে 
b. সছিদ্রতা ও প্রবেশতা উভয়ই বেশি হলে 
c. সছিদ্রতা বেশি প্রবেশতা কম হলে 
d. সছিদ্রতা ও প্রবেশতা উভয়ই কম হলে 

Ans- c. সছিদ্রতা বেশি প্রবেশতা কম হলে 


49. মুক্ত অ্যাকুইফারে যে গভিরতা পর্যন্ত গাছের শিকড় পৌঁছোয় সেই গভিরতা পর্যন্ত সৃষ্ট স্তরটি হল 
a. মাটি-জলস্তর 
b. কৈশিক স্তর 
c. মাটি বায়ুস্তর 
d. ভাদোস স্তর 

Ans- a. মাটি-জলস্তর 


50. ভূপৃষ্ঠে কাদামাটির স্তর থাকলে ভৌমজলের পরিমান 
a. বেশি হয় 
b. খুব বেশি হয় 
c. মাঝারি হয় 
d. কম হয় 

Ans- d. কম হয় 


51. যে প্রস্রবণ থেকে সারাবছর জল বের হয় তাকে বলে 
a. সবিরাম প্রস্রবণ  
b. অবিরাম প্রস্রবণ 
c. অভিকর্ষজ প্রস্রবণ 
d. উষ্ণ প্রস্রবণ 

Ans- b. অবিরাম প্রস্রবণ 


52. ভৌমজলের দ্রবণ ক্ষমতা বেশি হওয়ার কারনে সাধারন জল অপেক্ষা এই জলের 
a. চাপ ও তাপমাত্রা সমান 
b. চাপ ও তাপমাত্রা কম 
c. চাপ ও তাপমাত্রা বেশি 
d. চাপ বেশি তাপমাত্রা কম 

Ans- c. চাপ ও তাপমাত্রা বেশি 


53. নিচের কোন ধারনাটি সবিরাম প্রস্রবনের ক্ষেত্রে ঠিক নয়?
a. শুষ্ক ঋতুতে জলের নির্গমন ঘটে 
b. জলনির্গমন পথ সাময়িক সম্পৃক্ত স্তরের সঙ্গে যুক্ত  
c. ঋতু পর্যায়ের সঙ্গে জলের নির্গমন জড়িতে 
d. বর্ষার সময়ে জলপীঠ ওপরে ওঠে আসে 

Ans- a. শুষ্ক ঋতুতে জলের নির্গমন ঘটে 


54. নদীখাত সংলগ্ন অঞ্চলে ভৌমজলপৃষ্ঠের অবস্থান ভূপ্রকৃতির সাপেক্ষে কীরূপ হয় ?
a. উত্তল 
b. সমান্তরাল 
c. অবতল 
d. অনুভূমিক 

Ans- c. অবতল 


55. উচ্চভূমিতে ভৌমজল পীঠের অবস্থান ভূপ্রকৃতির সাপেক্ষে হয় 
a. উত্তল 
b. সমান্তরাল 
c. অবতল 
d. অনুভূমিক 

Ans- a. উত্তল 


56. মাটিতে জলের অনুস্রাবন বেশি ঘটে কোন নিয়ন্ত্রক দ্বারা ?
a. অতিরিক্ত তাপ 
b. উদ্ভিদ আচ্ছাদন
c. অতিরিক্ত বাষ্পীভবন 
d. খারা ভূমি ঢাল

Ans- b. উদ্ভিদ আচ্ছাদন


57. নিচের কোন বৈশিষ্ট্যটি জলচাপ তলের ক্ষেত্রে প্রযোজ্য নয় ?
a. জলচাপ ওঠা নামা করে 
b. আবদ্ধ অ্যাকুইফারে দেখা যায় 
c. আর্তেজীয় 
d. স্থায়ী ভৌমজলপৃষ্ঠ রূপে অবস্থান করে 

Ans- d. স্থায়ী ভৌমজলপৃষ্ঠ রূপে অবস্থান করে 


58. নগরাঞ্চলে বা শহরাঞ্চলে ভৌমজলের ভাণ্ডার কম হওয়ার কারন কী ?
a. ভূমি ব্যবহারে সড়ক ও পাকাবাড়ির প্রাধান্য 
b. বৃষ্টিপাতের পরিমান ও স্থায়ীত্ব কম 
c. উদ্ভিদের অভাব 
d. অধিক বাষ্পীভবন 

Ans- a. ভূমি ব্যবহারে সড়ক ও পাকাবাড়ির প্রাধান্য 


59. অপ্রবেশ্য শিলাস্তরে জলবাহি স্তর গঠিত হতে না পারলে তাকে বলে 
a. অ্যাকুইক্ল্যুড 
b. অ্যাকুইফার 
c. অ্যাকুইফিউজ 
d. অ্যাকুইটার্ড 

Ans- c. অ্যাকুইফিউজ 


60. দুটি অপ্রবেশ্য স্তরের মাঝে প্রবেশ্য স্তর থাকলে যে অ্যাকুইফারের সৃষ্টি হয় তা হল
a. অ্যাকুইফিউজ
b. আবদ্ধ অ্যাকুইফার 
c. পার্চড অ্যাকুইফার 
d. মুক্ত অ্যাকুইফার 

Ans- b. আবদ্ধ অ্যাকুইফার 


61. আর্তেজীয় কূপের জল পাওয়ার সম্ভাবনা থাকে যে অ্যাকুইফার থেকে তা হল 
a. মুক্ত অ্যাকুইফার 
b. পার্চড অ্যাকুইফার
c. বদ্ধ অ্যাকুইফার
d. স্থানীয় অ্যাকুইফার 

Ans- c. বদ্ধ অ্যাকুইফার


62. যে ভৌমজলতলের ণীচে অবস্থিত জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে বলে 
a. কৈশিক স্তর 
b. স্থায়ী সম্পৃক্ত স্তর 
c. ভাদোস স্তর 
d. মাটি জল স্তর 

Ans- b. স্থায়ী সম্পৃক্ত স্তর 


63. চামচের মতো স্থানীয় বা পার্চড অ্যাকুইফার দেখা যায় 
a. মুক্ত জলবাহী স্তরের মধ্যে 
b. অ্যাকুইক্ল্যুডের মধ্যে 
c. আবদ্ধ জলবাহী স্তরের  মধ্যে 
d. অ্যাকুইফিউজের মধ্যে 

Ans- a. মুক্ত জলবাহী স্তরের মধ্যে 


64. ভৌমজলতলের ওঠানামা সীমার মধ্যবর্তী অংশকে বলা হয় 
a. ভাদোস স্তর 
b. স্থায়ী সম্পৃক্ত স্তর 
c. সাময়িক সম্পৃক্ত স্তর 
d. কৈশিক স্তর 

Ans- c. সাময়িক সম্পৃক্ত স্তর 


65. নিচের যে বৈশিষ্ট্যটি ভাদোস স্তরে দেখা যায় তা হল 
a. সবসময় জল থাকে 
b. কখনোই সম্পৃক্ত হয় না 
c. জলতলের নিচে অবস্থান করে 
d. সবসময় সম্পৃক্ত হয় 

Ans- b. কখনোই সম্পৃক্ত হয় না 


66. গুহার ভিতরে প্রবহমান জলের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপকে বলা হয়  
a. ড্রিপস্টোন 
b. রিম স্টোন 
c. ফ্লোস্টোন 
d. হার্ড স্টোন 

Ans- c. ফ্লোস্টোন 


67. বিশ্বের গভীরতম গুহাটির নাম
a. হোলোক 
b. গুফ্রে বার্জার
c. কার্লসবাড 
d. ক্রুবেরা 

Ans- d. ক্রুবেরা 


68. গুহার ছাদ থেকে চুনের ঝুরি জমে ঝুলতে থাকা ভূমিরূপকে বলে 
a. স্ট্যালাকটাইট 
b. হেলিকটাইট 
c. স্ট্যালাগমাইট 
d. অ্যানথোডাইট 

Ans- a. স্ট্যালাকটাইট 


69. দ্রবনের ফলে চুনাপাথরের মেঝে থেকে ওপরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত ভূমিরূপকে বলে 
a. স্ট্যালাকটাইট 
b. হেলিগমাইট 
c. স্ট্যালাগমাইট 
d. গ্লোবিউলাইট 

Ans- c. স্ট্যালাগমাইট 


70. পোনর দেখা যায় 
a. গ্রানাইটযুক্ত অঞ্চলে 
b. চুনাপাথরযুক্ত অঞ্চলে 
c. স্লেটযুক্ত অঞ্চলে  
d. বেলেপাথরযুক্ত অঞ্চলে 

Ans- b. চুনাপাথরযুক্ত অঞ্চলে 


71. কার্স্ট ভূমিরূপে গড়ে ওঠা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গর্তগুলি কী নামে পরিচিত 
a. সিঙ্কহোল 
b. উভালা 
c. ডোলাইন 
d. সোয়ালো হোল 

Ans- a. সিঙ্কহোল 


72. কার্স্ট ভূমিরূপ সৃষ্টি হয় 
a. কাদাপাথরযুক্ত অঞ্চলে 
b. বেলেপাথরযুক্ত অঞ্চলে 
c. ব্যাসল্ট শিলাযুক্ত অঞ্চলে 
d. চুনাপাথরযুক্ত অঞ্চলে 

Ans- d. চুনাপাথরযুক্ত অঞ্চলে 


73. ভূতত্ত্ববিদ ডেভিস উৎপত্তির ভিত্তিতে কার্স্ট অঞ্চলে যে সঞ্চয়জাত ভূমিরূপ উল্লেখটি করেছেন 
a. পাতন প্রস্তর 
b. টেরারোসা 
c. কার্স্ট হ্রদ 
d. ডেলাইন

Ans- a. পাতন প্রস্তর 


74. ভারতে স্ট্যালাগমাইট দেখা যায় 
a. পশ্চিমবঙ্গের বক্সাতে 
b. চেরাপুঞ্জির মাউসমাই গুহায়
c. বিহারের গুহাতে 
d. হিমালয়ের গোমুখ গুহায় 

Ans- b. চেরাপুঞ্জির মাউসমাই গুহায়


75. গুহার ছাদে চুনাপাথরের জলীয় দ্রবণ জমে সৃষ্ট ফুলের পাপড়িসদৃশ ভূমিরূপকে বলে 
a. ড্রেপ বা কার্টেন 
b. ড্রিপস্টোন 
c. অ্যানথোডাইট 
d. গ্রাইক 

Ans- c. অ্যানথোডাইট 


76. ফানেল আকৃতিবিশিষ্ট গর্তকে কী বলে অভিহিত করা হয় ?
a. সিঙ্কহোল 
b. উভালা 
c. ডোলাইন 
d. পোলজি

Ans- a. সিঙ্কহোল 


77. একাধিক সিঙ্কহোলের মিলনে সৃষ্ট গর্তকে বলা হয় 
a. সিঙ্কহোল 
b. পোলজি
c. উভালা 
d. ডোলাইন 

Ans- d. ডোলাইন 


78. আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে লাল রঙের আম্লিক কাদার স্তরকে বলে 
a. গ্রাইক 
b. টেরারোসা 
c. ল্যাপিস 
d. পেপিনো

Ans- b. টেরারোসা 


79. চুনাপাথরের দারণ বা সম্ভেদতল বরাবর সৃষ্ট রৈখিক, গভীর ও দীর্ঘ দ্রবণ গর্তকে বলে 
a. পোনর 
b. হামস্ 
c. গ্রাইক 
d. ল্যাপিস

Ans- c. গ্রাইক 


80. চুনাপাথরের ছাদ থেকে জল চুঁইয়ে সৃষ্ট সঞ্চয়জাত ভূমিরূপকে কী বলা হয় ?
a. ড্রিপস্টোন 
b. হেলিকটাইট 
c. পেভমেন্ট 
d. কেভ ট্র্যাভারটাইন

Ans- a. ড্রিপস্টোন 


81. কার্স্ট ভূমীরূপ কোন অঞ্চলে বেশি দেখা যায় ?
a. বেলেপাথরযুক্ত অঞ্চলে 
b. চুনাপাথরযুক্ত অঞ্চলে 
c. উপকূলীয় অঞ্চলে 
d. মরুভূমি অঞ্চলে 

Ans- b. চুনাপাথরযুক্ত অঞ্চলে 


82. স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট সংযুক্ত হয়ে যা গঠন  
a. স্ট্যালাকটাইট 
b. হেলিকটাইট 
c. স্ট্যালাগমাইট 
d. স্তম্ভ 

Ans- d. স্তম্ভ 


83. জার্মান ভাষায় চুনাপাথরযুক্ত অঞ্চলে দ্রবণকাজের ফলে সৃষ্ট খাঁজকে বলে 
a. ল্যাপিস 
b. গ্রাইক 
c. কারেন 
d. বোগাজ

Ans- c. কারেন 


84. ডোলাইন (Doline) কথার অর্থ হল 
a. ভূভাগের অবনমন 
b. নিমজ্জিত নদীখাত 
c. ছোটো গর্ত 
d. খাড়া ঢাল 

Ans- a. ভূভাগের অবনমন 


85. ভূমিরূপগত সাদৃশ্যহীন জুড়িটি হল 
a. গ্রাইক-বোগাজ
b.সিঙ্কহোল-ডোলাইন 
c. উভালা-পোলজি 
d. স্ট্যালাকটাইট-স্ট্যালাগমাইট 

Ans- d. স্ট্যালাকটাইট-স্ট্যালাগমাইট 


86. কার্স্ট অঞ্চলে দ্রবণকার্যের ফলে সৃষ্ট সূরঙ্গমুখকে বলে 
a. গ্রাইক 
b. সোয়ালো হোল 
c. পোনর 
d. হামস্

Ans- b. সোয়ালো হোল 


87. কার্স্ট অঞ্চলে ফানেল আকৃতিবিশিষ্ট অবনত ভূ ভাগ হল 
a. সিঙ্কহোল 
b. পোলজি
c. ডোলাইন 
d. পোনর 

Ans- a. সিঙ্কহোল 


88. পোলজির ভিতরে চুনাপাথরে গঠিত অবশিষ্ট টিলাগুলিকে বলে 
a. স্ট্যাক 
b. মোনাডনক
c. হে-স্ট্যাক 
d. স্ট্যালাকটাইট 

Ans- c. হে-স্ট্যাক 


89. কার্স্ট ভূমিরূপ গড়ে ওঠার জন্য বার্ষিক বৃষ্টিপাত হওয়া উচিৎ কমপক্ষে 
a. 20 সেমি 
b. 30 সেমি 
c. 25 সেমি 
d. 35 সেমি 

Ans- b. 30 সেমি 


90. অধিক ঢালযুক্ত চুনাপাথর অঞ্চলের শিলাপৃষ্ঠে সৃষ্ট অসংখ্য অগভীর ও রৈখিক খাতকে ফরাসি ভাষায় বলে 
a. গ্রাইন 
b. কারেন 
c. বোগাজ
d. ল্যাপিস

Ans- d. ল্যাপিস


91. সিঙ্কহোল ও ডোলাইন পরস্পর যুক্ত হয়ে সৃষ্টি করে 
a. ল্যাপিস 
b. পোলজি
c. উভালা 
d. কারেন 

Ans- c. উভালা 


92. সোয়ালা হোল যে সুড়ঙ্গের দ্বারা ভূগর্ভের সঙ্গে যুক্ত থাকে তার নাম কী ?
a. পোনর 
b. কার্স্ট বাতায়ন
c. শুষ্ক উপত্যকা 
d.অন্ধ উপত্যকা 

Ans- a. পোনর 


93. ছোটো আয়তনের উভালাগুলিকে বলা হয় 
a. কক্পিট 
b. জামা 
c. গুহা 
d. ক্লিন্ট 

Ans- b. জামা 


94. গুহার মেঝেতে দ্রবীভূত চুন জমে সৃষ্ট মূর্তির মতো ভূমিরূপকে বলে 
a. গ্লোবিউলাইট 
b. হেলিগমাইট 
c. অ্যানথোডাইট 
d. কার্টেন 

Ans- c. অ্যানথোডাইট 


95. স্তরযুক্ত চুনাল সঞ্চয়জাত ভূমিরূপকে বলে 
a. স্পেলিয়োথেম 
b. ক্যাল্কটুফা 
c. রুন্ডকারেন 
d. কেভ ট্রাভারটাইন 

Ans- d. কেভ ট্রাভারটাইন 


96. চুনাপাথর গঠিত উল্লম্ব গুহা বহুতল বিশিষ্ট হলে একে বলে
a. শুষ্ক গুহা 
b. গ্যালারি গুহা 
c. ম্যামথ গুহা
d. হোলক গুহা 

Ans- b. গ্যালারি গুহা 


97. ভারতের বিহারের গুপ্তেশ্বর গহ্বরে কোন সঞ্চয়জাত ভূমিরূপ দেখা যায় ?
a. স্ট্যালাকটাইট 
b. স্ট্যালাগমাইট 
c. হেলিকটাইট 
d. গ্লোবিউলাইট 

Ans- b. স্ট্যালাগমাইট 


98. অত্যধিক বৃষ্টিবহুল ক্রান্তীয় অঞ্চলে চুনাপাথর স্তরে ডেলাইনগুলি যুক্ত হয়ে তারকাকৃতি গর্ত ও মাঝে মাঝে খাড়া ঢালু গোলাকার পাহাড় সৃষ্টি হয় জামাইকাতে একে বলে 
a. কক্পিট 
b. লিভানো 
c. দ্রবণ প্যান 
d. ধামতারি 

Ans- a. কক্পিট 


99. কারেন অপেক্ষাকৃত বৃহৎ ও দীর্ঘখাত যুক্ত হলে তাকে বলে 
a. ল্যাপিস 
b. পুইট 
c. বোগাজ 
d.  আভেন 

Ans- c. বোগাজ 

100. কার্স্ট অঞ্চলে সৃষ্ট ভূমিরূপের অবস্থান অনুযায়ী প্রদত্ত অমিল জুড়িটি হল 
a. সিঙ্কহোল ও ডোলাইন 
b. গ্রাইক ও ক্লিন্টস  
c. স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইট
d. অন্ধ উপত্যকা ও কার্স্ট টাওয়ার 

Ans- d. অন্ধ উপত্যকা ও কার্স্ট টাওয়ার 

Post a Comment

0 Comments