নদী সম্পর্কে খুব গুরুত্বপূর্ন সংজ্ঞাগুলি/ মাধ্যমিক ভূগোল সাজেশান ২০১৯ ( প্রথম অধ্যায় )

নদী সম্পর্কে খুব গুরুত্বপূর্ন সংজ্ঞাগুলি/ মাধ্যমিক ভূগোল সাজেশান ২০১৯ ( প্রথম অধ্যায় )নদী সম্পর্কে খুব গুরুত্বপূর্ন সংজ্ঞাগুলি/ মাধ্যমিক ভূগোল সাজেশান ২০১৯ ( প্রথম অধ্যায় )



নদী কাকে বলে ?

উঃ- ভুপৃস্টের উপর দিয়ে ভূমির ধাল অনুসারে প্রবাহিত যে স্বাভাবিক জলধারা বৃষ্টির জল বা তুষারগলা জলে পুষ্ট হয়ে কোন সমুদ্রে বা হ্রদে বা অন্য কোন জলাশয়ে মিলিত হয় তাকে নদী বলে ।

নদ ও নদীর পার্থক্য কি ?

উঃ- নদ ও নদীর তেমন কোন পার্থক্য নেই । নদ - পুং লিঙ্গ শব্দ এবং নদী - স্ত্রী লিঙ্গ শব্দ । পুরানের লোকগাথা অনুযায়ী আমাদের দেশে বিভিন্ন জলধারাকে নদ বা নদীরুপে অভিহিত করি । যেমন - দামোদর নদ , গঙ্গা নদী ।

নদীর উৎস বলতে কি বোঝ ?

উঃ- যে স্থান হতে নদী উতপত্তি লাভ করে তাকে নদীর উৎস বলে ।

নদীর মোহনা কাকে বলে ? 

উঃ- নদী যেখানে সমুদ্র , হ্রদ , অন্য কোন নদী বা জলাশয়ে মিলিত হয় , সেই মিলনস্থলকে নদীর মোহনা বলে ।

উপনদী কাকে বলে ?

উঃ- ভূমির ধাল অনুযায়ী প্রবাহিত একটি বড় নদীর সঙ্গে বহু ছোট ছোট নদী এসে মেশে । এইসব নদীকে উপনদী বলে ।

শাখানদী কাকে বলে ?

উঃ- প্রধান নদী থেকে যেসব জলধারা নিরগত হয়ে অন্যত্র  মিলিত হয় , তাদের শাখানদী বলে ।

নদী অববাহিকা কাকে বলে ?

উঃ- যে অঞ্চলের মধ্য দিয়ে প্রধান নদী এবং তার তার বিভিন্ন উপনদি ও শাখানদী প্রবাহিত হয় , সেই অঞ্চলকে বলা হয় প্রধান নদীর নদী অববাহিকা ।

নদী উপত্যকা কাকে বলে ?

উঃ- উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর গতিপথে যে অংশের মধ্যে দিয়ে জলধারা প্রবাহিত হয় , তাকে নদী উপত্যকা বলে ।

জলবিভাজিকা কাকে বলে ?

উঃ- পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক নদীর মধ্যবর্তী অববাহিকা যে উচু ভূমির দ্বারা পৃথক হয় তাকে জলবিভাজিকা বলে ।

নদীর দোয়াব কাকে বলে ?

উঃ- দুটি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলে ( দোয়াব কথাটির অর্থ দো- দুই , আব - জল ) । গঙ্গা ও যমুনা নদীর মধ্যবর্তী স্থানকে গঙ্গা -যমুনা দোয়াব বলে । শতদ্রু ,বিপাশা , ইরাবতী , চন্দ্রভাগা ও বিতস্তা নদীর মধ্যবর্তী স্থানে পাঞ্জাব ( পঞ্চ+আব ) -পাঁচটি নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত ।

নিত্যবহ নদী কাকে বলে ?

উঃ- যেসব নদী হিমবাহ বা ঝর্ণার জলে পুষ্ট , সে সব নদিতে সারাবছর জল থাকে । এইসব নদীকে নিত্যবহ নদী বলে ।

অনিত্যবহ নদী কাকে বলে ?

উঃ-  যেসব নদী কেবলমাত্র বর্ষার জলে পুষ্ট , সে সব নদীতে সারাবছর জল থাকে না । এইসব নদীকে অনিত্যবহ নদী বলে ।

নদীর ক্ষয়সীমা কাকে বলে ?

উঃ- পৃথিবীব্যাপী সমুদ্রজলের ওঠানামা তেমন হয় না । তাই সমুদ্রজলের উচ্চসীমাকে সমুদ্রতল ( Base Level ) হিসাবে ধরা হয় । সমুদ্রে পতিত নদী সর্বদায় এই সমুদ্রতলের সঙ্গে সমতা রেখে তার ক্কয় কাজ করে  সমুদ্রতলকে তাই নদীর ক্ষয়সীমা  হিসাবে ঢোড়া হয় । যে সব নদী অন্য নদীতে বা হ্রদে মিলিত হয় তাদের ক্ষয়সীমা হল অপর নদীর জলের উচ্চসীমা বা হ্রদতল ।

নদী পর্যায় কাকে বলে ?

উঃ- বছরের বিভিন্ন ঋতুতে নদীজলের সরবরাহের হ্রাস বৃদ্ধিকে নদী পর্যায় বলে ।








Post a Comment

0 Comments