নদী কোন কোন প্রক্রিয়ায় ক্ষয়কাজ করে থাকে ? / বিষয় - মাধ্যমিক ভূগোল ( প্রথম অধ্যায় )

নদী কোন কোন প্রক্রিয়ায় ক্ষয়কাজ করে থাকে ? / বিষয় - মাধ্যমিক ভূগোল ( প্রথম অধ্যায় )



নদী কোন কোন প্রক্রিয়ায় ক্ষয়কাজ করে থাকে ? / বিষয় - মাধ্যমিক ভূগোল ( প্রথম অধ্যায় )

নদী সাধারনত চারটি প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়কাজ সম্পাদন করে । যথা ঃ - 

১. জলপ্রবাহ ক্ষয় - 

পার্বত্য অঞ্চলে নদী স্রোতের প্রবল আঘাতের ফলে নদিখাত  এবং নদীর দুপাশে থাক পাথরগুলি ক্ষয়প্রাপ্ত হয় ভেঙ্গে যায়  এবং নদীর স্রোতের সঙ্গে বহুদুরে বাহিত হয় , একে জলপ্রবাহ ক্ষয় বলে ।

২.অবঘর্ষঃ-

নদিবাহিত পাথর খণ্ডের সঙ্গে নদীখাতের সংঘর্ষের ফলে নদীখাতে ছোট ছোট গর্তের সৃষ্টি হয় , যা নদী খাতকে আরও তাড়াতাড়ি ক্ষয় করতে সাহায্য করে । নদীর ক্ষয়কাজের এই প্রক্রিয়াকে অবঘর্ষ বলে ।

৩. ঘর্ষণ ক্ষয় -

নদীবাহিত বড় বড় পাথরের খণ্ডগুলি একে ওপরের সঙ্গে ঘষা খাওয়াড় ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে ছোট ছোট মসৃণ গোলাকার পাথরখণ্ডে এবং অবশেষে বালিতে পরিনত হওয়ার প্রক্রিয়াকে ঘর্ষণ ক্ষয় বলে । 

৪. দ্রবণ -

অনেকসময় নদীর জলে পাথরখণ্ডগুলি দ্রবীভূত হয়ে ক্ষয়প্রাপ্ত হয় , একে দ্রবণ বলে । চুনাপাথরযুক্ত অঞ্চলে এইরকমের ক্ষয়কাজ দেখা যায় ।



বিস্তারিত জানার জন্য ভিডিওটি দেখুন -


Post a Comment

0 Comments