নদীতে যেমন উপনদী এসে
পড়ে , মূল উপত্যকা হিমবাহে তেমনি বহু উপত্যকা হিমবাহ এসে পড়ে । এভাবে মূল উপত্যকা হিমবাহে
বরফের পরিমান বেড়ে যায় এবং মূল উপত্যকাটি নিম্নক্ষয় হয়ে বেশি গভীর হয় । অপরদিকে উপ
উপত্যকায় বরফের পরিমান কম থাকে বলে সেগুলির তত বেশি নিম্নক্ষয় হয় না । মূল উপত্যকা
এবং উপ-উপত্যকাগুলি বরফমুক্ত হওয়ার পর দেখা যায় উপ-উপত্যকাগুলি মূল-উপত্যকার সঙ্গে একতলে
এসে মেশেনি , মূল-উপত্যকা থেকে বেশি উঁচুতে অবস্থান করছে। ঠিক যেমন রাস্তার নর্দমার
ওপর উঁচুতে বাড়ির নর্দমার অবস্থান । এভাবে উঁচুতে অবস্থিত উপ-উপত্যকাগুলিকে ঝুলন্ত
উপত্যকা বলা হয় । ঝুলন্ত উপত্যকার মধ্য দিয়ে নদী প্রবাহিত হলে জলপ্রপাতের সৃষ্টি হয়
। উত্তর আমেরিকায় Yosemite উপত্যকায় অবস্থিত
ঝুলন্ত উপত্যকার মধ্যদিয়ে প্রবাহিত মারসেদ নদী বহু জলপ্রপাতের সৃষ্টি করেছে । যেমন
– নেভাদা জলপ্রপাত ।
অনেক সময় ঝুলন্ত উপত্যকার
মধ্য থেকে হিমবাহ খসে নীচে মূল-উপত্যকার মধ্যে পড়ে । এরুপ হিমবাহ কে ঝুলন্ত হিমবাহ
বলে । হিমালয় পর্বতে অলকানন্দা অঞ্চলে নর পর্বত থেকে নিচের দিকে কুবের নামে এরুপ একটি
ঝুলন্ত হিমবাহ দেখা যায় ।
0 Comments