জলপ্রপাত সৃষ্টির কারন ! How waterfalls are formed
জলপ্রপাত নানা কারনে সৃষ্টি হতে পারে । যেমন –
১. চ্যুতি -
নদীর গতিপথে হঠাৎ কোন চ্যুতির সৃষ্টি হলে খাড়া ঢালের সৃষ্টি হয় । আফ্রিকার
জাম্বেসী নদীর ওপর জাম্বেসী নদীর জাম্বেসী জলপ্রপাত এইভাবে সৃষ্টি হয়েছে ।
২. লাভাপ্রবাহ -
নদীর গতিপথে কথিন লাভাস্তর অবস্থান করলে জলতলের প্রভেদ ঘটে । ফলে
জলপ্রপাত সৃষ্টি হতে পারে ।
৩. ভূ-আন্দোলোন-
ভূ-আন্দোলনের ফলে কোন স্থানে খাড়া
ঢালের সৃষ্টি হতে পারে । এরুপ স্থানের মধ্য দিয়ে নদী প্রবাহিত হলে জলপ্রপাতের
সৃষ্টি হয় ।
৪. ঝুলন্ত উপত্যকা –
পার্বত্য অঞ্চলে হিমবাহের
ক্ষয়কাজের ফলে ঝুলন্ত উপত্যকার সৃষ্টি হয় । ক্যালিফোর্নিয়ার য়োসেমিতি জলপ্রপাত
এইভাবে সৃষ্টি হয়েছে ।
৫. মালভূমির প্রান্তভাগ –
মালভূমির প্রান্তভাগের খাড়া
ঢালে জলপ্রপাত সৃষ্টি হয় । বিহারের সুবর্ণরেখা নদীর উপর হুড্রু জলপ্রপাত এইভাবে
সৃষ্টি হয়েছে ।
৬. কঠিন ও কোমল শিলাস্তরের পাশাপাশি অবস্থান –
কঠিন ও
কোমল শিলাস্তর পাশাপাশি অবস্থান করলে কোমল শিলাস্তর দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে খাড়া
ঢালের সৃষ্টি হয় । আমেরিকা যুক্তরাষ্ট্রের নায়াগ্রা জলপ্রপাত এইভাবে সৃষ্টি হয়েছে
।
জলপ্রপাতের উদাহরন
পৃথিবীতে প্রায় ১০০ টির মপ্ত বড় জলপ্রপাত
আছে । পৃথিবীর সুন্দর জলপ্রপাতগুলির মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের সেন্ট লরেন্স
নদীর ওপর নায়াগ্রা জলপ্রপাত এবং দক্ষিণ আফ্রিকার জাম্বেসী নদীর উপর ভিক্টোরিয়া
জলপ্রপাত উল্লেখযোগ্য । দক্ষিণ আমেরিকার ভেনিজুয়েলায় রিও করোনি নদীর এঞ্জেল জলপ্রপাত পৃথিবীর উচ্চতম
জলপ্রপাত (৯৮০ মিটার )। ভারতের কর্নাটক রাজ্যের শরাবতী নদীর ওপর গেরসোপ্পা ও যোগ
জলপ্রপাত দেশের সর্বোচ্চ জলপ্রপাত ( ২৭৫ মিটার ) ।
0 Comments