অধ্যায় – বর্হিজাত প্রক্রিয়া অ তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ ( শ্রেণি – দশম )





১. নদীর ক্ষয়কাজ সর্বাধিক হয় – উচ্চগতিতে ।
২. পলল শঙ্কু দেখা যায় – পর্বতের পাদদেশে ।
৩. নদীর পার্শ্বক্ষয়ের ফলে – “V” আকৃতির  উপত্যকা সৃষ্টি হয় ।
৪. মন্থকূপ সৃষ্টি হয় – নদীর ক্ষয়কাজের ফলে ।
৫. সমুদ্রে ভাসমান বিশালাকৃতি হিমবাহকে কি বলে – হিমশৈল ।
৬. তির্যক বালিয়াড়িকে বলে – বার্খান ।
৭. লোহাচড়া দ্বীপ – সুন্দরবন অঞ্চলে ।

Post a Comment

0 Comments