ভারতবর্ষ করল আরও একটি রেকর্ড , মোট ২৯ টি স্যাটেলাইট নিয়ে মহাকাশে পাড়ি দিল ইসরোর পি.এস.এল.ভি সি-৪৫ রকেট
গোটা বিশ্বে ইতিমধ্যেই ভারত মহাকাশগবেষণাতে প্রথম সারির দেশ
হিসাবে আত্মপ্রকাশ করেছে । আর এই জয়গাঁথা বজায় রেখে আরও একটি মাইলফলক অতিক্রম করল ভারতবর্ষ । আজ সকাল ৯.২৭ মিনিটে অন্ধ্রপ্রদেশের
শ্রীহরিকোটা স্পেস স্টেশন থেকে ইসরো পি.এস.এল.ভি সি-৪৫ রকেট সফলভাবে উৎক্ষেপণ করল ।
সঙ্গে ছিল মোট ২৯ টি স্যাটেলাইট । এদের মধ্যেই রয়েছে , “এমিসেট”(EMISAT ) । এটি একটি আধুনিক ইলেক্ট্রনিক স্যাটেলাইট ।
এমিসেট এর ওজন ৪৩৬ কেজি । এর কক্ষপথ হবে ভূপৃষ্ঠ
থেকে ৭৪৯ কিমি দূরে । এমিসেট ডি.আর.ডি.ও তত্বাবধানে থাকবে । এবং এটি ভারতীয় সেনার
ইন্টালিজেন্স হিসেবে কাজ করবে ।
এমিসেট ( EMISAT ) ছাড়াও আমেরিকা ,
স্পেন , সুইজারল্যান্ড এবং লিথুয়ানিয়া মোট ২৮ টি স্যাটেলাইট এই মিশনে পাঠিয়েছে ।
এমিসেট কে নিয়ে মোট ২৯ টি স্যাটেলাইটকে তিনটি কক্ষপথে ছাড়া হবে , যা অবশ্যই একটি
রেকর্ড । এর আগে কোন দেশই এমন কাজ করে দেখাতে পারে নি ।
0 Comments