ভূগোলের দশটি জানা অজানা তথ্য যা প্রত্যেক ভূগোল পড়ুয়ার জানা উচিৎ

ভূগোলের দশটি জানা অজানা তথ্য যা প্রত্যেক ভূগোল পড়ুয়ার জানা উচিৎ





১. আফ্রিকা একমাত্র  মহাদেশ যে পূর্ব , পশ্চিম , উত্তর , দক্ষিন এই চার গোলার্ধ জুড়ে বিস্তৃত রয়েছে !



২. মোট ৫৬১ টি হ্রদসহ সমগ্র কানাডার ৯% জুড়ে রয়েছে স্বাদু পানীয় জলের হ্রদ । 


৩. প্রশান্ত মহাসাগরের কোলে অবস্থিত নাউরু ( Nauru ) দেশ  হল একমাত্র দেশ যার কোন অফিসিয়াল রাজধানী নেই । 


৪. ম্যানহাটন ( Manhattan ) হল এমন একটি জায়গা যেখানের ৪৩ টি ইমারত এতটাই বড় যে তাদের নিজস্ব পিনকোড রয়েছ ।


৫. বেরিং প্রণালী হল USA এবং রাশিয়ার সব থেকে নিকটতম বিন্দু । যেখান থেকে দুই দেশের দুরত্ব মাত্র ৩.৮ কিমি ।


৬. ইসতানবুল ( Istanbul ) হল একমাত্র শহর যার একটি অংশ রয়েছ এশিয়ায় এবং অন্য অংশটি রয়েছে ইউরোপে । অর্থাৎ ইসাতানবুল দুটি মহাদেশে অবস্থিত । 


৭. বিশ্বের মোট জনসংখ্যার ৯০ % বসবাস করে উত্তর গোলার্ধে ।


৮. পৃথিবীর ২৫ টি উচ্চতম শৃঙ্গের মধ্যে ১৯ টি রয়েছে হিমালয়ে । 



৯. সবথেকে ছোট জায়গার নাম হল  " Å "  যেটি নরওয়ে ও সুইডেনের মাঝামাঝি অবস্থিত ।


১০. চায়না এমন একটি দেশ যে ১৪ টি দেশের সাথে সীমানা ভাগ করে নিয়েছে ।




আশা করি লেখাটি আপনাদের ভালো লেগেছে । যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে লেখাটি শেয়ার করুন এবং এমনই ভূগোল সম্বন্ধিত লেখা পাওয়ার জন্য নিয়মিত ভিজিট করতে থাকুন !


Post a Comment

0 Comments